এক নজরে মৎস্যবীজ উৎপাদন খামার , মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ এর তথ্যাদি
১। খামারের নাম- মৎস্যবীজ উৎপাদন খামার, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ
২। প্রতিষ্ঠার বছর- ১৯৬৮ খ্রি.
২। খামারের মোট আয়তন- ৩.২০ হে.
৩। মোট জলায়তন- ১.৪০ হে.
৪। পুকুরের সংখ্যা- ০৭ টি (ব্রুড পুকুর-০২ টি, নার্সারী ও অন্যান্য – ০৫ টি)
৫। উৎপাদন লক্ষ্যমাত্রা-(২০২৩-২৪ অর্থ বছরে)
ক) রেনু-
* কার্প (১১২ কেজি) – রুই-৩৫কেজি, কাতলা-২২ কেজি, মৃগেল-১৫ কেজি, পুটি-২০ কেজি, বাটা-
* চাইনিজ কার্প (১২ কেজি)- সিলভার কার্প- ০৬ কেজি, বিহহেড কার্প-০৬ কেজি
* দেশিয় প্রজাতি- শিং- ১৫ কেজি
খ) পোনা- কার্প জাতীয়-
* ( ১৩-১৫ সে.মি.)- ২৫০০০ টি: রুই-১০,০০০ টি , কাতলা- ৭৫০০ টি , মৃগেল- ৭৫০০ টি
* ( ৯ -১২ সে.মি.)- ৮৫০০০ টি: বুই-৩৪০০০ টি , কাতলা- ২৫৫০০ টি , মৃগেল- ২৫৫০০ টি
দেশীয় প্রজাতি-
* ( ৪-৬ সে.মি)- শিং-২০০০০ টি
গ) পাবদা মাছ চাষ- ১১০ কেজি
৬। সম্প্রসারণ কার্যক্রম:
ক) প্রশিক্ষণ- ০২ ব্যাচ (৪০ জন)
খ) পরামর্শ প্রদান- i) পুকুর পরিদর্শন -১২০ জন ii) অফিসে পরামর্শ- ১৫০ জন।
গ) সংযোগ চাষি- ১০ জন
৭। জনবল-
* অনুমোদিত- ০৫ জন।
* কর্মরত- ০২ জন (খামার ব্যবস্থাপক- ০১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১ জন)
* শূণ্যপদ-০৩ টি (ক্ষেত্রসহকারী- ০১ জন, হ্যাচারী সহচর- ০১ জন, অফিস সহায়ক- ০১ জন)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস